ফরিদপুরে ২৮ জন পুলিশকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

কে. এম. রুবেল, ফরিদপুর:
ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের সমসাময়িক বিভিন্ন সফলতার জন্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদেও মধ্য থেকে ২৮ জনকে পুরস্কৃত করলেন ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। সমসাময়িক সময়ে বাসে যাত্রী বেশী ডাকাত সহ দূর্ধষ্য ডাকাত গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ি আটক সহ নানা চাঞ্চল্যকর মামলার আসামি আটক করার জন্য ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ব্যক্তি উদ্দ্যোগে এই পুরষ্কার প্রদান করেন। তিনি সকালে নিজ কার্যালয়ে এই পুরস্কার প্রদান করেন।
পুরস্কার বিতরণ কালে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা দিন রাত পরিশ্রম করে মানুষের জান মালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ভূমিকা রেখেছেন তাতে আমি গর্বিত। আমি যেমন আপনাদের ভাল কাজের জন্য পুরষ্কৃত করলাম তেমনি কেউ যদি অনৈতিক কাজে লিপ্ত হয় তার জন্য কঠিন শাস্তি দিতেও পিছপা হব না। আর এখন থেকে ভাল কাজের জন্য এই পুরস্কার অব্যাহত থাকবে। তিনি, আরোও বলেন মাদক, নারী নির্যাতনকারীর বিষয়ে জীরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি এবং এসব ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এসময় আরো বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।