কে. এম. রুবেল, ফরিদপুর: ফরিদপুরে ২য় শস্য বহুমুখী করণ প্রকল্প এস. সি. ডি. পি. এর আওতায় উচ্চ মূল্যের ফসল উৎপাদনের কলা কৌশলের উপর এক দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর সদর উপজেলার আয়োজনে সোমবার সকালে উপজেলার পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বিভিন্ন ইউনিনের ক্ষুদ্র কৃষক দলের ১৮ব্যাচে মোট ৪৫০জন নির্বাচিত কৃষক ও কৃষানীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রতি ব্যাচে ২৫ জন কৃষক ও কৃষানী প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন।
উচ্চ মূল্যের ফসল পটল, বেগুন, গ্রীষ্মকালীন টমেটো, মরিচ ইত্যাদি ফসল উৎপাদনের কলা কৌশলের উপর প্রশিক্ষন প্রদানকরেন হর্টিকালচারের উপ-পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া, ব্র্যাক এর ম্যানেজার তৈমুর হোসেন, মো. আ. রব।