কে. এম. রুবেল, ফরিদপুর
ফরিদপুরে হত্যা মামলার পলাতক আসামী মাফুজ শেখকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার সালথা উপজেলার নিজ বসত বাড়ি থেকে তিন বছর পালাতক থাকা হত্যা মামলার আসামী মাফুজ শেখকে গ্রেফতার করে পিবিআই। পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, গোপন সংবাদেও ভিত্তিতে পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসাইন এর নেতৃত্বে এক দল পুলিশ সালথা উপজেলায় অভিযান চালিয়ে সালথা থানার ২০১৪ সালের হেলাল ঠাকুর হত্যা মামলার এজাহার নামীয় পালাতক আসামী মাহফুজ শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত হত্যা মামলার আসামী তিন বছর পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
পরে গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৩নং আমলী আদালত ফরিদপুরে হাজির করা হয়। আদালত অভিযুক্ত আসামী মাহফুজ শেখকে জেল হাজতে প্রেরণ করেন। দীর্ঘ দিন যাবত পলাতক থাকা চাঞ্চল্য কর এই হত্যা মামলার আসামী গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।