কে. এম. রুবেল,প্রতিনিধি ফরিদপুর
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান আহত হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. এজাজউদ্দিন মঙ্ঘলবার বিকালে এই দূর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ।
ফরিদপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম মিয়া জানান, পটুয়াখালীর একটি মামলার হাজিরা শেষে একটি পাজেরো জিপে ঢাকায় ফিরছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান।
বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার অতিক্রম করার সময় উভয় গাড়ীর পাশাপাশি ধাক্কা লাগে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান আহত হন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ জানান, সড়ক দূর্ঘটনায় আহত রাজীব আহসানের নাকে ও মুখে আঘাত প্রাপ্ত হয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। #