কে. এম. রুবেল, ফরিদপুর
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট পশ্চিমপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য আতিয়ার রহমান খান হত্যাকন্ডের এক বছরের বিচারকাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবী করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
রোববার বেলা ১১টায় উপজেলার বাগাট বাজারে ঢাকা-খুলনা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে অবিলম্বে চুড়ান্ত অভিযোগপত্র দাখিল ও আসামীদের গ্রেফতার দাবী করা হয়।
পরে বাগাট ইউনিয়ন পরিষদ চত্বরে স্মরণসভা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভায় মামলার বাদী মো. শাহাদত হোসেন খাঁন, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায়, নিহতের ভাই চেয়ারম্যান মতিয়ার রহমান খান প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩এপ্রিল রাতে বাগাট বাজারে স্থাপিত ইউপি নির্বাচনে প্রতিদন্দিতাকারী আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনি প্রচার ক্যাম্পে অবস্থান করছিলেন নিহত সাবেক সেনা কর্পোরাল আতিয়ার রহমান সহ ১০/১৫ জন। এসময় বিএনপি সমর্থিত প্রতিপক্ষ প্রার্থীর সমর্থিত আড়াই থেকে তিনশ মানুষ লাঠি সোটা ও রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আতিয়ার রহমানসহ কয়েকজন আহত হয়। আহতাবস্থায় তাকে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় পরদিন ২৪ এপ্রিল নিহতের চাচা মো. শাহাদত হোসেন খাঁন বাদী হয়ে ১০২জনকে নামাঙ্কিত করে ও আরো দুইশ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনার পর অদ্যবদি পুলিশ চুড়ান্ত অভিযোগ পত্র আদালতে দাখিল না করায় মামলাটির বিচারকার্য শুরু হয়নি। #