ফরিদপুরে সচেতনতামূলক ব্লাস্ট মেলা অনুষ্ঠিত

কে. এম. রুবেল, ফরিদপুর:
জারীগান, নাটিকা, বিতর্ক, উপস্থিত বক্তৃতার মধ্য দিয়ে তৃণমুল জনগোষ্ঠীর মধ্যে বাল্য বিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরে দিনব্যপী মেলার আয়োজন করেছে বাংলাদেশ লিগ্যাল এন্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট।
রোববার ফরিদপুরের হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে চরভদ্রাসন উপজেলা আওময়ামীলীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী।
উপস্থিত ছিলেন, ব্লাস্ট ফরিদপুরের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, ফরিদপুর ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আসাদুর রহমান খান, হাসিনা মমতাজ লাভলী, কুদ্দুস মোল্যাসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও শিক্ষার্থীরা।