ফরিদপুরে শেষ হলো মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও চিত্রকর্মের প্রদর্শনী

 ফরিদপুরপ্রতিনিধি: নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে রণাঙ্গনের দুর্লভ শতাধিক আলোকচিত্র প্রদর্শন ও মুক্তিযুদ্ধের নানা ঘটনার চিত্রকর্মের প্রদর্শনী শেষ হয়েছে।
১৮দিন ধরে চলা এ আয়োজন ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর রাতে শেষ হয়। প্রতিদিন আলোকচিত্র ও চিত্রকর্ম দেখতে ভিড় জমায় নানা বয়সের মানুষ।
বঙ্গবন্ধু পরিষদ, ফরিদপুর এবং আলোকচিত্র সংগ্রাহক নাসির শেখ আয়োজিত এ প্রদর্শনীর সমাপনীতে প্রধান অতিথি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার নূর মো. ক্যাপ্টেন বাবুল।
আয়োজক ও অতিথিদের মতে, নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এই ধরণের উদ্যোগের বিকল্প নাই। মুক্তিযুদ্ধকে জানতে বেশী বেশী করে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রচার-প্রচারণা ও কর্মসূচি প্রয়োজন।