কে. এম. রুবেল, ফরিদপুর: ফরিদপুরে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিশু একাডেমি মঙ্গলবার থেকে চার দিনে কর্মসূচি শুরু করেছে।কর্মসূচীর ১ম দিনে শহরের কবি জসীমউদ্দীন হলে উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তারা ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিশু একাডেমি চারদিনের কর্মসূচি নিয়েছে। মঙ্গবার সকালে কবি জসীমউদদীন হলে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন না।এমন কি দুই বিশেষ অতিথি পুলিশ সুপার মো. জামিল এবং সদর উপজেলা পরিষদেরচেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া অনুষ্ঠান উদ্বোধন করেন।ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। বঙ্গবন্ধুর ছোট ছেলে শিশু রাসেলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আমাদের দাওয়াত না দেওয়াটা ওই কর্মকর্তার ধৃষ্টতা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি বলেন, সরকারি পর্যায়ে আয়োজিত যে কোনো জাতীয় অনুষ্ঠানে রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের দাওয়াত দেওয়া রেওয়াজে পরিণত হয়েছে। কেন এমন হল তা তিনি খতিয়ে দেখার দাবি জানান।এ ব্যাপারে জানতে চাইলে ফরিদপুর শিশু একাডেমির ভারপ্রাপ্ত জেলা সংগঠক আজিজুল হক স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাওয়াত না দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি এখানে নতুন এসেছি। বিষয়টি ঠিকমত বুঝে উঠতে পারিনি। তাই চিঠি ও দাওয়াত দিতে একটু ভুল হয়েছে। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আগামীতে এমন ভুল আর হবে না।