কে. এম. রুবেল, ফরিদপর
ফরিদপুরের আট বছরের শিশু তাজ মোহাম্মদের হত্যা মামলায় তিন আসামী যাবতজ্জীবন কারাদন্ড ও দুই জনকে খালাস দিয়েছে আদালত।
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় হেমায়েত হোসেন (২৬) নামের এক আসামী উপস্থিত ছিলো।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাড. স্বপন কুমার পাল জানান, ২০১১ সালের ১৬ জুন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা হাসামদিয়া এলাকার হারুন অর রশিদ ও হেলেনা ইয়াসমিনের এক মাত্র পুত্র তাজ মোহাম্মদকে (০৮) কে হত্যার উদ্যোশে অপহরন করা হয়। পরে ১৮ জুন তারিখে পাশ্ববর্তী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার লক্ষনদিয়া গ্রামের পাট ক্ষেত থেকে শিশু তাজের মরদেহ উদ্ধা করে ।
এই ঘটনায় ১৮ জুন ২০১১ সালে শিশুটির পিতা হারুন অর রশিদ বোয়ালমারী থানা বাদি হয়ে পাচ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য ও শোনানী শেষে আদালত সোমবার দুপুরের দুই জনকে খালাস প্রদান করেন, মামলার অপর তিন আসামী হেমায়েত হোসেন (২৬), আক্তার মুন্সি (৩২) এবং শিপন সরদার (২৬) কে যাবতজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
এই রায়ে নিহত মা স্কুল শিক্ষক হেলেনা ইয়াসমিন জানান, আদালতের কাছে প্রত্যাশা ছিলো যে ভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, অনুরুপ ভাবে অপরাধীদের ফাসির আদেশ হউক । তিনি বলেন এই রায়ে আমি সন্তুষ্ঠ নই, বিধায় আমি উচ্চ আদালতে যাবো ন্যায় বিচারের আশায়।