কে. এম. রুবেল, ফরিদপুর: ফরিদপুরের নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে জেলার নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা। বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়।
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন আয়োজিত মানববন্ধনে সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. আমিনুল হক ও সাধারণ সম্পাদক খাইরুল আলম এনায়েতসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী নিরলসভাবে প্রতিষ্ঠানগুলোতে সেবা দিয়ে যাচ্ছে, অথচ ওই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় পরিবার পরিজন দিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসময় তারা সকল নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এমপিওভুক্ত করার দাবী জানান।