ফরিদপুরে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জেহাদ ঘোষনা

কে. এম. রুবেল, ফরিদপুর:  মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় ফরিদপুরে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছে জেলা পুলিশ।
সোমবার সকালে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ জেহাদ ঘোষনা করেন।
বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক সমাজের ভয়াবহ সমস্যা হয়ে দাড়িয়েছে। এ থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। এসময় পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জামাল পাশা, ফরি দপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল উপস্থিত ছিলেন।