কে. এম. রুবেল, ফরিদপুর
কোন ধরনের ডিগ্রী অর্জন না করেই চিকিৎসা বিভাগের বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে রোঘী দেখার অপরাধে সোমবার ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে এমন একজন নামধারী চিকিৎসককে র্যাবের সহযোগীতায় আটক করে ছয়মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
ওই চিকিৎসকের নাম বদিউল আলম চৌধুরী। নামের আগে তিনি ডা: লিখেছেন। আর রোগীদের আকৃষ্ঠ করতে ডিগ্রী হিসেবে ব্যাবহার করেছেন এমবিবিএস (ঢাকা), এমসিপিএস মেডিসিন), সিসিডি (বারডেম), মেডিসিন এবং ডায়াবেটিক বিশেষজ্ঞ।
র্যাব-৮, ফরিদপুর এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, বদিউল আলম চৌধুরীকে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজ মল্লিকের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে ছয় মাসের কারাদন্ড প্রদান করে আদালত। জিজ্ঞাসাবাদে সে নিজেই এসএসসি পাশ বলে স্বিকারোক্তি দিয়েছে।
এসময় সুমনা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রিপন সওদাগর ২০হাজার টাকা ও তিনটি ফার্ম্মেসীকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।