ফরিদপুরে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা

কে. এম. রুবেল ,প্রতিনিধি ফরিদপুর
বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে ফরিদপুরে এডভোকেসি সভা সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সিভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস. এম. খবিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপ-পরিচালক মো. মোহাম্মদ আলী সিদ্দিক, ডা. আব্দুল্লা আল হিস ছাদ প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।