কে. এম. রুবেল, ফরিদপুর
প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় ফরিদপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা বিএফএফ পরিচালিত উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় চলতি বছর সমাপনী পরিক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছে। সমাজের ঝরে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো পৌছে দিতে বিএফএফ উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করে। চলতি বছর বিএফএফ এর উপ আনুষ্ঠানিক বিদ্যালয় থেকে ১৮১জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এতে জিপিএ ৫ পেয়েছে ৩৩জন, এ+পেয়েছে ১৩৮জন এবং এ পেয়েছে ১০জন।ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া,অম্বিকাপুর,কৃষ্ণনগর ইউনিয়নেরমোট ৬টি প্রাথমিক বিদ্যাল বিএফএফ প্রতিষ্ঠা করে সমাজের ঝরে পড়া শিশুদের লেকা-পড়ার ব্যবস্থা করেছে। চলতি বছর এসকল বিদ্যালয় থেকে শত ভাগ ছাত্র-ছাত্রী উত্তীর্ন হওযায় তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির। তিনি জানান, সমাজের প্রত্যান্ত অঞ্চলের ঝড়ে পরা শিশুদের নিয়ে বিএফএফ উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের শত ভাগ ছাত্র-ছাত্রী পাশ করার পিছনে তিনি শিক্ষক ও শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আ ন ম ফজলুল হাদি সাব্বির ।