অনলাইন ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ইমা পরিবহনের একটি বাস গাজীপুর যাচ্ছিল। সকাল আটটার দিকে ভাঙ্গা চৌরাস্তা ব্র্যাক অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়।
নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চালক আবুল হোসেন (৩৫)। তার বাড়ি ভাঙ্গার পাচকুল মালিগ্রামে। আরেকজন হলেন খালেদা বেগম (২৫), তিনি ভাঙ্গা চৌধুরীকান্দা এলাকার শহীদুল ইসলামের স্ত্রী। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি তাৎক্ষণিকভাবে ধরা যায়নি। তবে আমরা বিভিন্ন সড়কে বাসটিকে আটকের বার্তা পাঠিয়েছি। ওসি জানান, নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো থানায় রাখা হয়েছে।