কে. এম. রুবেল, ফরিদপুর: “সেবার মান বৃদ্ধি করি সবার প্রত্যাশা পূরন করি” এই শ্লোগানকে ধারন করে ফরিদপুরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সভা ও প্রেস ব্রিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. অসিত কুমার বিশ্বাস ও সহকারী পরিচালক (সিসি) মো. খলিলুর রহমান ও জেলার কর্মরত ইলেকটনিক্স ও প্রেস মিডিয়ার সাংবাদিকরা।#