ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪টি বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট

কে. এম. রুবেল, ফরিদপুর

ফরিদপুরের সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের চাদঁপুর গ্রামে একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে চারটি বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাপটের অভিযোগ পাওয়া গেছে।
হামলার স্বীকার হওয়া মান্নান সেক জানান, রবিবার বিকেলে একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে বাবু, দেলোয়ারদের সাথে মারামারির ঘটনা ঘটে আরিফ, মনা, সাইফুলদের সাথে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে এলাকার কতিপয় ব্যক্তি হামলা চালায় আমারসহ বিল্লাল সেক, অজিত সেক ও রমেশ সরকারের বাড়ীতে। এসময় ৪টি বাড়ীতে থাকা নগদ টাকা, স্বর্নলংকার লুটপাট করা হয়। এছাড়া বাড়ী-ঘরে থাকা জিনিষপত্র ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশের গাড়ী দেখে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি জানান, এ ব্যাপারে আমাদের পক্ষ হতে কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক অসিম বিশ্বাস জানান, আমরা হামলার খবর পেয়ে ওই বাড়ীতে গিয়েছিলাম। এখন এ ব্যাপারে ক্ষতিগ্রস্থরা থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে পুলিশের পক্ষ থেকে।