ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু ১৩ জানুয়ারি

কে. এম. রুবেল:
পল্লী কবি জসীম উদ্দীন এর ১১৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের অম্বিকাপুরের জসীম উদ্যানে ১৩জানুয়ারী থেকে শুরু হবে জসীম পল্লী মেলা। জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসন এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে মাসব্যাপী জসীম পল্লী মেলা। এখন মেলা আয়োজনের প্রস্তুতিও চলছে বেশ জোরেশোরেই। ১৩জানুয়ারী থেকে শুরু হওয়া মেলা চলবে চলবে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত।
এদিকে মেলা উপলক্ষে সোমবার সকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে মেলার প্রচার ও প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জসীম পল্লী মেলার প্রচার ও প্রকাশনা কমিটির আহবায়ক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মশিউর আলম, কমিটির সদস্য এ্যাড. জাহিদ ব্যাপারী, আসমা আক্তার মুক্তা, প্রথম আলোর পান্না বালা, বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের কে. এম. রুবেল, বাংলাদেশ টেলিভিশন এর সাজ্জাদ হুসাইন বাবু, দৈনিক কুমার এর আম. আমীর আলী টুকু, চ্যানেল আই এর সাহাদাৎ হোসেন তিতু।