কে. এম. রুবেল,প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় বাসে তল্লাসী চালিয়ে ৯শ পিচ ইয়াবা ও ১ লক্ষ ৮৫ হাজার ৬শ টাকাসহ চাকুরীচ্যুত এক কারারক্ষিকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃত কারারক্ষির নাম জাফর আলম।
ফরিদপুর কোতয়ালী মডেল থানার ওসি মো. নাজিমউদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শিবরামপুর এলাকায় পুলিশ চেকপোষ্টে বসিয়ে বাসে তল্লাসী চালায়। তল্লাসীকালে বাস যাত্রী জাফর আলমকে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে আটক করা হয়।
এসময় তার কাছে থেকে ৯শ পিচ ইয়াবা ও ১ লক্ষ ৮৫ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটক জাফর আলমের বাড়ী রাজবাড়ী জেলার সুলতানপুর এলাকায়। সে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষি হিসাবে চাকুরী করতো। সাম্প্রতিক সময়ে নানা দুর্নীতির কারনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।