কে. এম. রুবেল:
বিশ্ব উম্মার শান্তি কামনা করে শেষ হলো ফরিদপুরে তিন দিনের বিশ্ব ইজতেমা। প্রচন্ড শীত উপেক্ষা করে আখেরী মোনাজাতে লাখো মানুষের ঢল নামে ইজতেমা ময়দানে। মাঠের ৭০ একর জমির উপর তৈরি প্যান্ডেলের মাঠ ভেদ করে আখেরী মোনাজাতে অংশ নেয় ধর্মপ্রান মুসুলমানরা। ইজতেমা মাঠের আশেপাশের বাড়ী-ঘড়, রাস্তা-ঘাটসহ যে যেখানে পারে সেখান থেকেই আখেরী মোনাজাতে অংশ নেয়।
আখেরী মোনাজাতে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমেদ ইমামতি করেন। তিনি বিশ্ব উম্মার শান্তির কামনায় সকলে এক যোগে কাজ করার আহবান জানান। এছাড়া সকল প্রকার হিংসা, ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে বলা হয় মোনাজাতে।
এদিকে গত তিন দিন ধরেই বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রান মুসুল্লিরা আসতে শুরু করে ইজতেমা ময়দানে। তবে গতকাল বিকাল থেকে ধর্মপ্রান মুসুল্লিদের ঢল নামতে শুরু করে মূলত।
উল্লেখ্য, ফরিদপুর সদর উপজেলার উত্তর আলিপুর ও চরআদমপুর গ্রামের কুমার নদের পাড়ে ফরিদপুরের ইজতেমার তিন দিনের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হলো।