ফরিদপুরের সাব রেজিস্টারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কে. এম. রুবেল, ফরিদপুর
ফরিদপুর মধুখালী উপজেলা সাব রেজিস্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে গত ২ সপ্তাহ যাবত কলম বিরতী পালন করছে দলিল লেখক সমিতি। ফলে বন্ধ রয়েছে সকল ধরনের রেজিস্ট্রি। ভোগান্তিতে সাধারণ মানুষ। বুধবার দুপুরে মধুখালী উপজেলা দলিল লেখক সমিতির এক সংবাদ সম্মেলনে সাব রেজিষ্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন।
মধুখালী সাব রেজিস্টারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অসদাচরনের অভিযোগ তুলে দুই সপ্তাহ যাবত দলিল লেখা বন্ধ রেখেছেন উপজেলা দলিল লেখক সমিতি। আর এই সাব রেজিস্টারকে বদলী না করা অব্দি তারা কাজে যোগ দেবেন না বলেও ঘোষনা দেওয়া হয় ওই সংবাদ সম্মেলন থেকে।
আর এতে চরম ভোগন্তিতে পরেছে সাধারণ মানুষ। তারা দিনের পর দিন উপজেলায় এসে জমি কেনা বেচা করতে না পেরে আর্থিক ও মানষিক ভাবে ক্ষতির সম্মুক্ষিন হচ্ছেন।
জমি বিক্রয় করতে আসা জহিরউদ্দিন মোলা, হাফিজ শেখসহ অনেকেই অভিযোগ করে বলেন, আমরা গ্রামের মানুষ ছেলে মেয়ে বিয়ে দেয়া, দেনা পরিশোধসহ নানা প্রয়োজনে জমি কেনা বেচা করতে হয়। সেই জমি রেজিস্টেরী করতে ২/৩ দিন এসেও যদি ফিরে যেতে হয়, তাহলে কষ্টের সীমা থাকে না।
মধুখালী উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি মির্জা আবু জাফর বলেন, বর্তমান সাব রেজিষ্ট্রার মধুখালী যোগদানের পর থেকে নানা ভাবে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করছে। তিনি জমি রেজিষ্টার করতে যে সকল কাগজপত্র দরকার তার আমরা উপস্থাপনের পরেও আরো কাগজ লাগবে বলে দলিল লেখকদের ফিরিয়ে দেওয়া হয়। এই কারনেই আমরা দলিল লেখা বন্ধ করে দিয়েছি।তিনি অভিযোগ করেন, প্রতিটি দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত অর্থ দিতে হয় তাকে।
মধুখালী উপজেলা সাব রেজিষ্টার মো. সিফাতউল্লাহ তার বিরুদ্ধে উঠা সকল অভিযোগকে ভিত্তি বলে দাবী করে বলেন, দেখেন কেউ সুনির্দিস্ট কোন অভিযোগ দিতে পারনে কিনা। ষড়যন্ত্রমূলক ভাবে তো অনেকেই অভিযোগ করতে পারেন।
তিনি বলেন, দলিল লেখকদের সাথে আমারা কোন বিরোধ হয়নি, তবে যে কোনো জমি রেজিষ্টারের আগে অবশ্যই সরকারি সকল নিয়মকানুন আমাকে মেনেই রেজিষ্টি করতে হবে, এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়াতো অন্যায় না ।
ফরিদপুর জেলা রেজিস্টার মো. মকবুল হোসেন খান দলিল লেখকদের কর্মবিরতী প্রসঙ্গে বলেন, ‘দলিল লেখকদের কর্মবিরতীর কথা জানতে পেরে আমি (বুধবার) মধুখালীতে এসেছি।
তিনি বলেন, আমি সকল পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো। অফিসের কারো গাফলতি থাকলে সেটিরও ব্যবস্থা নেয়া হবে।