কে. এম. রুবেল, ফরিদপুর: ছিনতাই হওয়ার আধাঘন্টার মধ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকা থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কারসহ (টয়োটা এলিয়েন) ছিনতাইকারী চক্রের এক সদস্যকে একটি ওয়ান শ্যুটারগান সহ আটক করেছে পুলিশ।
আটক ছিনতাইকারীর নাম মো. আলী আশরাফ নান্নু (২৮), সে মাগুরা সদর উপজেলার মো. শরিফুল ইসলামের পুত্র।
মধুখালী থানার অফিসার ইন চার্জ মো. রুহুল আমীন জানান, চারজন দূর্বৃত্ত ঢাকা থেকে মধুখালী যাওয়ার কথা বলে প্রাইভেটকারটি ঢাকার উত্তরা থেকে ভাড়া করে নিয়ে আসে। তারা ঢাকা-খুলনা মহাসড়ক ধরে রাতে মধুখালীর কয়েক কিলোমিটার আগে পরীক্ষিতপুর এলাকায় নির্জন স্থানে পৌছালে গাড়ীর চালক জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে প্রাইভেটকারটি নিয়ে মাগুরার দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রাইভেটকারের চালক জসিম উদ্দিন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিনুর রহমানের নেতৃত্বাধীন পুলিশদল বাগাট এলাকায় ধাওয়া করে প্রাইভেটকারটি উদ্ধার করে। এসময় আন্তজেলা গাড়ী ছিনতাইকারী চক্রের সদস্য আলী আশরাফ নান্নুকে একটি ওয়ান শ্যুটারগানসহ আটক করা হয়। অভিযানকালে ছিনতাইকারী চক্রের অপর তিন সদস্য পালিয়ে যায়।
তিনি আরো জানান, আটক নান্নুর বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় গাড়ী চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ফরিদপুরে ছিনতাইকৃত প্রাইভেটকার- অস্ত্র সহ ছিনতাইকারী আটক
