ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের প্রবাসী আপন দুই ভাইয়ের দুই শিশু সন্তান রিফাত (৫) ও মোহনা (৪) পানিতে ডুবে মারা যায়।
সূত্র জানায়, বিকেলে শিশু দু’টি বাড়ির পাশের আঙ্গিনায় খেলা করার সময় পাশের খালের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাদেরকে পানি থেকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কেই মৃত ঘোষনা করেন। রিফাত উক্ত গ্রামের দুবাই প্রবাসী আরবআলী হাওলাদারের একমাত্র ছেলে এবং মোহনা দুবাই প্রবাসী আরবআলীর আপন ভাই আশরাফ হাওলাদারের দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।