কে. এম. রুবেল, ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কার্যত্রমে অনিয়ম দূর্ণীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালিন কমান্ডার আলতাফ হোসেন, আব্দুল সালাম, নজরুল ইসলাম, কমান্ডার খলিলুর রহমান প্রমুখ।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ কালিন সময়ে নগরকান্দায় বড় বড় কয়েকটি পাকসেনাদের সাথে সম্পূখ যুদ্ধ হয়েছে। এ যুদ্ধের অনেক মুক্তিযোদ্ধারা তালিকায় আজো নাম অর্ন্তভূক্ত হয় নাই। বর্তমানের যাচাই-বাচাই কমিটি নীতিমালা উপেক্ষা করে ব্যপক অনিয়ম করছে। তার সঠিক তদন্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অর্ন্তভূক্ত করার দাবী করেন।