কে. এম. রুবেল, ফরিদপুর
ফরিদপুর জেলার চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্যকরে মা ইলিশ শিকারের দায়ে মঙ্গলবার সকালে হরিরামপুর ইউনিয়নের সাত জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।দন্ডিত ব্যাক্তিরা হলেন আ. মান্নান (২৮), জিলুমৃধা (৩৫), ফারুক শেখ (২৫), শেক জাহঙ্গীর (২৫), শেখ মকদুম (৪৫), শেখ মুরাদ (২৫) কালাম খুনকার (৪৫)। আটকৃতদের কাছ হতে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় দুই মন ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ স্থানীয় এমপি ডাঙ্গী ও হাজী ডাঙ্গী এতিমখানা ও মাদ্রাসার বিতরণ করা হয়েছে।সহকারী কমিশনার (ভূুম) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ চৌধুরী সোমবার রাতে এই অভিযান পরিচালনা করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মালিক তানভীর হোসেন।
ফরিদপুরের চরভদ্রাসনের সাত জেলের কারাদন্ড
