একাত্তরলাইভডেস্ক :নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর এলাকায় ফতুল্লা থানার আওয়ামী জনতা লীগের সভাপতি শেখ স্বাধীন মনির (৩৮) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে। নিহত মনিরের বাবার নাম মোসলেম শেখ।আহত অবস্থায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোর ৬টার দিকে তিনি মারা যান। ঘটনায় আহত হন, মনিরের স্ত্রী পারভিন আক্তার ও পারভিনের বড় বোন রেখা বেগম।পারভিন আক্তার জানান, তাদের বাড়ি ফতুল্লার রসুলপুরে। রাতে দাওয়াতে তারা পরিবারসহ গিয়েছিলেন বড় বোন রেখা বেগমের বাসায়। সেখান থেকে ফেরার পথে রেখা বেগম এগিয়ে দিতে যাওয়ার সময় টোন্ডা ওরফে ল্যাংড়া মেরু ও তার দলবল মনিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় বড় বোন রেখা ও পারভিন বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও আঘাত করা হয়।ঢামেক পুলিশের ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়াএকাত্তরলাইভ ডটকমকে জানান, আহত অবস্থায় তিনজনকেই ঢামেকে নিয়ে আসা হলে সকালে মনির মারা যান। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মনিরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ফতুল্লা থানার আওয়ামী জনতা লীগের সভাপতি সন্ত্রাসীদের হাতে নিহত

October 19, 2016