ফতুল্লায় বিয়ের প্রলোভন দিয়ে কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ

ফতুল্লা সংবাদদাতা: মুন্সীগঞ্জ টেকনিক্যাল স্কুলএন্ড কলেজের ২য় বর্ষের ছাত্রী রাণী(ছদ্মনাম) কে বিয়ের প্রলোভন দিয়ে বেশ কয়েকবার ধর্ষন করেছে স্বপন নামের এক লম্পট।এ ঘটনা ঘটার ৭দিন পরে  মামলা দায়ের করেছে।
মামলার অভিযোগে জানাযায়, ফতুল্লার দক্ষিন সেহারচর এলাকার ইয়াদ আলী মসজীদের পাশে ভাড়া থাকেন সুরত আলী(৫০)। তার মেয়ে মুন্সীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্রী। তার মেয়েকে বক্তাবলীর মধ্যনগর এলাকার স্বপন নামের এক যুবক বিভিন্ন সময় কু প্রস্তাব দিয়ে আসছে।

তার কু প্রস্তাবে রাজি না হয় বিভিন্ন সময় হুমকী দামকী দিয়ে আসছ্ গত ২৫ সে সকাল নয়টায় স্বপন সুরত আলীর বাসায় আসে । এসময় সুরত আলীর কলেজ পড়ুয়া মেয়ে রাণী ছাড়া কেহ বাসায় ছিলনা। একপর্যায়,লম্পট বিয়ের প্রলোভন দিয়ে রানীকে বেশ কয়েক বার ধর্ষন করে সন্ধ্যায় চলে যায়।এরপর আর ফোন ধরে না এবং যোগাযোগ করে না। এঘটনায় ফতুল্লা মডেল থানায় রানীর খালাতো বোন রাবেয়া আক্তার শিল্পী (৩৬) বাদী হয়ে স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।