অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ফতুল্লা মডেল থানার এক এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ ৩ রাউন্ড গুলি ছোড়ে।
মঙ্গলবার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের চরকাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকায় সোহেল নামে এক যুবককে আটক করেছে। আটক সোহেল ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
ওই ঘটনায় আহত হয়েছেন, ফতুল্লা মডেল থানার এসআই ফাহেয়াত উদ্দিন রক্তিম, কনসটেবল হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম এবং আলমগীর হোসেন। তারা নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় বুধবার সকালে আহত এসআই ফাহেয়াত উদ্দিন রক্তিম বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় পুলিশের কর্তব্য কাজে বাধার অভিযোগে মামলা দায়ের করেছেন।
ঘটনার সময় এসআই রক্তিম নিজের পিস্তল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি এবং কনসটেবল জাহাঙ্গীর এক রাউন্ড শটগানের গুলি ছোড়েন। ঘটনার সঙ্গে জড়িতরা সবাই ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের অনুসারী বলে জানা গেছে।