ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার নির্মাণাধীন একটি ছয় তলা ভবন থেকে পড়ে সুজন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে মাসদাইর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুজনের বাড়ি ফতুল্লা থানার দেওভোগ এলাকায়। সুজন ঐ নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছয় তলা ভবন থেকে পড়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, মঙ্গলবার রাতে সুজন নেশাগ্রস্থ অবস্থায় নিচে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।