ফতুল্লায় ‘ঢাকা মোল্ডিং স্টিল’ মিল কারখানায় ৪ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জপ্রতিনিধি:ফতুল্লায় ‘ঢাকা মোল্ডিং স্টিল’ মিল কারখানায় লোহা গলানোর সময় জলন্ত লোহা ছিটকে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।বিস্ফোরণে দগ্ধরা হলো- মৃত ইয়াজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৫০), হাকিম হাওলাদেরর ছেলে মনির হোসেন (৪৫), আব্দুল খালেকের ছেলে নয়ন (২৮) ও মৃত আবেদ আলীর ছেলে আবদুল খালেক (৫৫)।‘ঢাকা মোল্ডিং স্টিল’ মিল কারখানার সুপারভাইজার মেহেদি হাসান জানান, সকালে লোহা গলানোর সময় তা ছিটকে শরীরে লেগে ৪ শ্রমিক দগ্ধ হয়। এদের মধ্যে ফজলুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে আসা হয়।ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ৪ জন দগ্ধের মধ্যে খালেকের শরীরের ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি করানো হয়েছে। আর বাকীরা শঙ্কামুক্ত। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক ফজলুল হক কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, আলীগঞ্জে অবস্থিত ঢাকা মোল্ডিং স্টিল মিলে লোহা গলানোর সময় জলন্ত লোহা ছিটকে এসে ৪ জন আহত হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক। মিলের যন্ত্রপাতিতে কোনো ত্রুটি আছে কিনা তা তদন্ত করা হচ্ছে ।