ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লা মডেল থানা পুলিশ ফতুল্লার ফাজেলপুর এলাকার মাদক সম্্রাট তেল চোরা সানী ও অটো নিজামসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ । আবার মাদক বিক্রেতাকে ছাড়াতে তেল চোরাসহ তদবীর করতে পুলিশের একটি মহল উঠে পড়ে লাগে। কিন্তু নাছর বান্দা দারোগা নাহিদ আহম্মেদ কারও তদবীরে তোয়াক্কা না করে ১ হাজার ৫০পিসের মামলা নিয়ে গ্রেপ্তারকৃত ৪ জনকেই বিজ্ঞ আদালতে প্রেরন করেছ্ ।
এলাকা সূত্রে জানাযায় , ফতুল্লা মডেল থানা থেকে মাত্র ৫০০গজ দূরে ফাজেলপুর ও মেঘনা যমুনা তেলের ডিপো। এই এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে আসছে সানী ও অটো নিজাম এবং তার বাহিনীরা । ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ আহম্মেদ ও এ এস আই কামরুল হাসান ও তাদের সংগীয় ফের্সা নিয়ে গতকাল ভোর সাড়ে ৪টায় ফাজেল পুর এলাকায় অভিযানে ১হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট তেল চোরা সানীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলো, মাদক সম্রাট অটো নিজাম(২০) সে ফাজেলপুর এলাকার মোহম্মদ আলীর ছেলে । একই এলাকার ট্যাংক লড়ী চালক খলিলুর রহমান ওরফে বাবুলের ছেলে সিফাত (২০),। সানী ঐ এলাকার আবুল কালামের ছেলে। সে ও তার সুন্দরী বউ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছ্ । ফতুল্লা মডেল থানার কতিপয় বেশ কয়েক জন পুলিশের সাথে সানীর স্ত্রী ও সানীর সাথে দহরম মহরম সম্পর্ক আছে বলে এলাকার সূত্রে জানা যায় । গতকাল পুলিশের কনষ্টেবলসহ কয়েক জন তেল চোরা সদস্যদের তদবীর করতে দেখা গেছে। কিন্তু তদবীর করেও নাহিদের মামলা থেকে কাঊকে বাদ দিতে ব্যর্থ হয়েছে তদবীর কারীরা ।
ফতুল্লায় এক হাজার পঞ্চাশ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, তেল চোরদের দৌড়াত্ম
