ফতুল্লার কুতুবপুরে সজলের জমজমাট মাদক ব্যবসা

ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লার কুতুবপুর চিতাশালের জামাইপাড়া এলাকায় মাদক সজল বাহিনীর জমজমাট মাদক ব্যবসা চলছে দেদাছে।দেখার কেউ নেই ।
এলাকাসূত্রে জানা যায়, ফতুল্লার কুতুবপুর এলাকার চিতাশাল জামাইপাড়া এলাকার মো. ইউনুছ মিয়ার ছেলে সজল(২৭) তার বিরুদ্ধে রয়েছে মাদকসহ একাধিক অভিযোগ রয়েছে । সে কুতুবপুর দেলপাড়া প্রাইম এর রাস্তা মোড় ,চিতাশালসহ বিভিন্ন এলাকায় সজল মাদক বিক্রি করে। তার নেতৃত্বে এক ডজন সেলম্যান রয়েছে।
এলাকাবাসী জানান, সজলের হুমকীতে কেহ মুখ খুলে না। মাদক দ্রব্য অধিদপ্তর ও ফতুল্লা মডেল থানার বেশ কয়েক জনের সাথে তার দহরম মহরম সম্পর্ক রয়েছে। তার কাছ থেকে মাসিক মাশোয়ারা নিচ্ছে কতিপয় কয়েকজন পুলিশের সোর্স। এমনকি স্থানীয় কিছু পাতিনেতা ও হলুদ সাংবাদিকদের মাসিক মাশোয়ারা দিয়ে সে তার ব্যবসা চাল্লাচ্ছে বলে সুত্রে জানা যায়। তার নেশার হাটে ভীর করছে স্থানীয় স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা। তাদের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দিচ্ছে সজলের মাদকে। অভিভাবকরা এই নেশা বিক্রেতা ডিলার সজল কে গ্রেপ্তারের দাবী জানান জেলা ডিবি পুলিশ ও র‌্যাব-১১ এর হস্তক্ষেপ চায়।