প্রেয়সীর জন্য তাদের লড়াই!

আন্তর্জাতিক ডেস্ক : রাজায় রাজায় যুদ্ধ উলুখাগড়ার প্রাণান্ত। তবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যে কাণ্ডটি ঘটেছে সেটি রাজায় রাজায় নয় বরং দশাসই অজগরে অজগরে লড়াই। আর প্রাণ না গেলেও বাড়ির মালিকের যে পিলে চমকে উঠেছিল তা নিশ্চিত।ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ব্রিসবেনের ডেবোরো এলাকার এক বাসিন্দার কক্ষের সিলিংয়ে বিশাল এক অজগর বাস করতো। ওই ভদ্রলোক বিষয়টি জানতেন। পোকামাকড় কিংবা অন্যান্য বিষাক্ত সাপ যাতে ঘরে প্রবেশ করতে না পারে সেজন্য তিনি ওই অজগরের থাকার বিষয়টি প্রশ্রয় দিতেন।ওই ভদ্রলোক তার জবানিতে বলেন, ‘গত রোববার বাসায় ফেরার পর রান্নাঘরের ভেতরে বেশ দীর্ঘ একটি লেজ দেখতে পেলাম। সাপটি দ্রুত টেবিলের নিচে চলে যায় এবং এটি উধাও হয়ে যায়। এটি কোথায় গেল খুঁজতে গিয়ে দেখি আরেকটি অজগরের সঙ্গে এটি লড়াই শুরু করে দিয়েছে। দুটি সাপ পরস্পরকে জড়িয়ে ধরে ধুন্দুমার লড়াই চালিয়ে যাচ্ছে। আমার অনুমান, যেখানে লড়াই চলছিল তার কাছেই আরেকটি নারী সাপ অবস্থান করছিল। অর্থাৎ হয়তো প্রেমিকার জন্যই সাপ দুটি লড়াই বাঁধিয়ে দিয়েছিল।