একাত্তরলাইভ ডেস্ক : প্রেসিডেন্টের দায়িত্বকে একটু সহজ মনে করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আগের জীবনের চেয়ে তাকে নাকি বেশি কাজ করতে হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাতকারে নিজের নতুন জীবন, দায়িত্ব ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন পূরণ করা ডোনাল্ড ট্রাম্প রয়টার্সের সাথে বলেন, ‘আমি আমার আগের জীবনকে ভালবাসতাম। আমি অনেককিছু করতাম। কিন্তু এখন আগের জীবনের চেয়ে বেশি কাজ করি। আমি মনে করেছিলাম প্রেসিডেন্ট হওয়া একটু সহজ। আপনাকে ছোট্ট সীমানায় আটক থাকতে হয়। আপনার এত বড় নিরাপত্তা বহর থাকে আপনি আসলে কোথাও যেতে পারেন না। আমি ড্রাইভ করতে পছন্দ করতাম। কিন্তু এখন আর ড্রাইভ করতে পারি না।’
উত্তর কোরিয়া নিয়ে চলমান উত্তেজনা এবং দেশটির প্রধান ব্যক্তি কিম জং উন নিয়ে বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তার বয়স যখন ২৭ বছর তখন বাবা মারা যায়। একটি কঠিন রাষ্ট্রের ক্ষমতা তার হাতে চলে আসে। এই বয়সে সে দায়িত্ব বহন করা সহজ নয়।’
কিম জং উন একজন বিচার বিবেচনা সম্পন্ন (র্যাশনাল) মানুষ কিনা তার জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি সে বিচার বুদ্ধিসম্পন্ন মানুষ।’