প্রেমের টানে নিরুদ্দেশ দুই মেম্বার

অনলাইন ডেস্ক: প্রেম বয়স মানে না। হয়ত কখনো কখনো মানে না স্ত্রী, সন্তান নিয়ে গড়ে তোলা সংসার জীবনের বন্ধন। তাই তো স্ত্রী-সন্তান, সংসার ফেলেই প্রেমের টানে নিরুদ্দেশ হলেন দুই মেম্বার। রাজশাহীর চারঘাট সদর ইউনিয়নের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দিন গতরাতে ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য দুই সন্তানের জননী গওরাঁ গ্রামের সাজেদা বেগম (৩৩) সংসার ছেলে চলে যান ৯ নং ওয়ার্ড সদস্য তিন সন্তানের জনক রাউথা গ্রামের তোজলুল হক তজুর (৪০) সাথে ঘর করতে। বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক।
তিনি সাংবাদিকদের জানান, নারী সদস্য সাজেদা ও পুরুষ সদস্য তোজলুরের সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন এলাকায় আলোচিত। শেষ পর্যন্ত তারা দুজনেই সোমবার রাতে চলে যান। দুজনেরই সংসার রয়েছে। সাজেদার সংসারে স্বামী ছাড়াও রয়েছে দুটি সন্তান। অপরদিকে তোজলুলের রয়েছে দুটি সংসার। আর এই দুই সংসারে তার রয়েছে তিনটি সন্তান।
মঙ্গলবার বিকেল পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করা হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।