আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
সদ্য ঘোষিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় বরিশালের আগৈলঝাড়া সদর মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে হাফসা হোসাইন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। হাফসার এই সাফল্যের পেছনে সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং মা-বাবার অনুপ্রেরণা ছিল বলে জানিয়েছে। সে উপজেলার বাকাল ইউনিয়নের ফুলশ্রী গ্রামের মোল্লা হোসাইনুর রহমান ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুন্নি আক্তারের প্রথম সন্তান। ভবিষ্যতে সে একজন প্রশাসনিক কর্মকর্তা হতে চায়। তার এই ভাল ফলাফলের জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী।