প্রাণের ক্ষতিছাড়া সব ক্ষতি পুষিয়ে দেওয়া হবে- ওবায়দুল কাদের

মাহাবুবুর রহমান,কক্সবাজার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রাকৃতিক কারনে দেশে মাঝে মধ্যে কিছু মানবিক বিপর্যয় নেমে আসে এই মানবিক বিপর্যয়কে সবার সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। প্রাণের কোন মুল্য বা বিনিময় কেউ দিতে পারে না তাই প্রাণের ক্ষতি ছাড়া বাকি সব ক্ষতি শেখ হাসিনার সরকার আপনাদের পুষিয়ে দেবে। যাদের বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের বাড়িঘর নির্মানে সব ধরনের সহায়তা করা হবে। একই সাথে যত দিন পর্যন্ত ঘূর্ণিঝড় আক্রান্ত মানুষ আবার তাদের কর্মজীবনে ফেরত যেতে না পারবে ততদিন ত্রাণ সহায়তা দেওয়া হবে।

এ সময় তিনি বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এবং কক্সবাজারের উন্নয়নে উনার গৃহীত পদক্ষেপ বিষয়ে মানুষকে সচেতন করেন এবং আগামীতে যে কোন সময়ে শেখ হাসিনা এবং নৌকার প্রতি আস্থা রাখতে আহবান জানান। তিনি ২ জুন সকাল সাড়ে ৮ টায় কক্সবাজার শহরের পৌরএলাকার ১ নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় রোমায় ক্ষতিগ্রস্থ জনগনের মাঝে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান এমপি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক নওফেল চৌধুরী,আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অসীম কুমার উকিল, পার্বত্য চট্টগ্রাম বিষযক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, কেন্দ্রিয় নেতা আকতারুজ্জামান, সুজীত রায় এমপি, দিপংকর তালুকদার ও আনোয়ার হোসেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাইমুমু সরওয়ার কমল এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দূর্যোগ মোকাবেলায় আপনাদেরকেই এগিয়ে আসতে হবে। এ দেশের মানুষের প্রতি আওয়ামী লীগের দরদ রয়েছে অন্যদের নয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগীতা করতে এগিয়ে আসতে হবে।