ক্রীড়া প্রতিবেদক :
চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। কিন্তু দুটিতেই হার মেনেছে তারা। পাকিস্তানের বিপক্ষে তিন শতাধিক রান করেও জয় পায়নি বাংলাদেশ। আর ভারতের বিপক্ষে অলআউট হয়েছে মাত্র ৮৪ রানে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের কাছে ৮৪ রানে অলআউট হওয়ার বিষয় নিয়ে প্রশ্ন করেন ইংল্যান্ডের সাংবাদিকরা।
সেই প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আসলে আমরা অবশ্যই এমন ধ্বস প্রত্যাশা করিনি। ৮৪ রানে অলআউট হওয়াটা মোটেও ভালো দেখায় না। তবে আপনারা যদি এর আগের ৪/৫টা ম্যাচ দেখেন এবং এখানে পাকিস্তানের বিপক্ষে। যদিও পাকিস্তানের অনেক ভালো বোলিং সাইড রয়েছে। আমরা কিন্তুু স্বাভাবিক খেলাটাই খেলেছি। আমাদের ব্যাটিংটা বেশ ভালো ছিল। শেষ ম্যাচটা অবশ্যই ভালো ছিল না। আশা করছি ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব সম্পর্কে অবগত থাকবে। গতকালের ম্যাচ নিয়ে ভাবার কিছু নেই। যদিও পাকিস্তানের বিপক্ষেও ভালো করিনি আমরা। তবে আমি মনে করি এগুলো নিয়ে ভাবার কিছু নেই। এর আগের ম্যাচগুলোতে আমরা ভালো করেছি। সেই স্মৃতি নিয়েই আগামীকাল আমাদের মাঠে নামা উচিত বলে আমি মনে করি। আসলে পরের রাউন্ডে যেতে হলে আমাদের খুবই ভালো খেলতে হবে। সেক্ষেত্রে ভালো একটা সূচনা জরুরি।’