প্রসূন-আরেফের ‘শনিবার’

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেধে অভিনয় করলেন আরেফ সৈয়দ ও প্রসূন আজাদ। ‘শনিবার’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তাদের একসঙ্গে দেখা যাবে।চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন কাজী সামি হাছান। সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আরেফ সৈয়দ। এ চলচ্চিত্র প্রসঙ্গে আরেফ সৈয়দ বলেন, ‘এই চলচ্চিত্রে প্রসূন ও আমার ৭ বছরের সংসার দেখানো হয়েছে। এই ধরণের চরিত্রে আগে অভিনয় করিনি। চমৎকার একটি গল্প। অভিজ্ঞতাও দারুণ। তবে চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণ অল্প সময়ের মধ্যে ৭ বছরের সংসার জীবন তুলে ধরা হয়েছে।’সম্প্রতি উত্তরায় চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই মুক্তি পাবে ‘শানিবার’ শিরোনামের এই চলচ্চিত্র।জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘অনিল বাগচির একদিন’ শিরোনামের সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন আরেফ সৈয়দ। এ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেতা। এ দিকে লাক্স তারকা প্রসূন ছোট পর্দার কাজ নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।