প্রযুক্তি বিষয়ক মিনিস্ট্রিরিয়াল কনফারেন্স দুপুরে

একাত্তরলাইভডেস্ক: দক্ষিণ এশিয়ার বড় প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ড শুরু হয়েছে রাজধানীতে। এই সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় এসেছেন আট দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রীরা।ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)- এর হল-১ এ তাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তি বিষয়ক ‘মিনিস্ট্রিয়াল কনফারেন্স’।কনফারেন্সে অংশ নেবেন সৌদি আরবের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি মিনিস্টার ড. খালিদ এফ. আলওতাইবি, সুরিনামের ট্রান্সপোর্ট, তথ্য ও ট্যুরিজম মন্ত্রী আনদোজো রাসল্যান্ড, ভিয়েতনামের তথ্যপ্রযুক্তি ভাইস মিনিস্টার হোয়াং ভিন ভাও, নেপালের তথ্যপ্রযুক্তি মন্ত্রী সুরেন্দ্র কুমার কারকি, উগান্ডার স্টেট ফর আইসিটি অ্যান্ড ন্যাশনাল গাইডেন্স মন্ত্রী নানতাবা আইদা এরিওস, ভুটানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী লিওনপো ডি এন দুঙেল, মালদ্বীপের ফিন্যান্স ও ট্রেজারি প্রতিমন্ত্রী মোহামেদ আসমালি এবং আফগানিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বা মন্ত্রী মর্যাদার কোনো প্রতিনিধি।তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আর সম্মেলন সঞ্চালনা করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।এর আগে সকালে ‘নন স্টপ বাংলাদেশ’ স্লোগানে ডিজিটাল ওয়ার্ল্ডের ৪র্থ এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিসিবি’র পাঁচটি মিলনায়তনে তিন দিনব্যাপী এই আয়োজন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। সম্মেলনে একদিকে সরকারের ৪০টি মন্ত্রণালয় ও দপ্তরের পাশাপাশি শীর্ষস্থানীয় বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মিলিয়ে শতাধিক প্রতিষ্ঠান তাদের ডিজিটাল কার্যক্রম তুলে ধরবে।মেলার সিলভার স্পন্সর দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।বিকাল পৌণে ৫টায় এই ‘মিনিস্ট্রিয়াল কনফারেন্স’ শেষ হওয়ার কথা। আর তিনদিনব্যাপী এই ডিজিটাল ওয়ার্ল্ড চলবে ২১ অক্টোবর পর্যন্ত।