‘প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’

একাত্তরলাইভডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক বলেছেন, তিনি হিন্দু সম্প্রদায়কে গালি দিয়েছেন এটি প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন। তিনি বলেন, গালি দিয়েছি এ কথা কেউ প্রমাণ করতে পারলে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করবো। রোববার দুপুরে নাসিরনগর আশুতোষ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, ঘটনার সাথে রসরাজ জড়িত নয়। ঢাকা থেকে রসরাজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়েছে। বর্তমানে ছবিটি ল্যাবে পরিক্ষাধীন আছে। এর আগে নাসিরনগর প্রেসক্লাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর হকের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন হিন্দু সম্প্রদায়ের একাংশের লোকজন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মন্ত্রী কখনোই হিন্দু সম্প্রদায়কে গালি দেননি।