প্রবীণ রাজনীতিক অজয় রায় আর নেই

একাত্তরলাইভডেস্ক: প্রবীণ রাজনীতিক অজয় রায় (৮৯) আর নেই। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ধানমন্ডিতে নিজ বাসায় মারা যান তিনি।পারিবারিক সূত্র জানায়, অজয় রায় দীর্ঘদিন ধরে বার্ধক‌্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। আজ সকাল সাড়ে আটটায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনার কথা ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে তার শ্বাস বন্ধ হয়ে এলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।এই  রাজনীতিবিদ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক ও সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ছিলেন।জানা গেছে, বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অজয় রায়ের প্রতি নাগরিক শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। সেখানে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বর্ষীয়ান এই নেতার মরদেহ রাখা হবে।বুধবার নাগরিক শ্রদ্ধাঞ্জলির পর তার মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে সমাধিস্থ করা হবে।অজয় রায় স্ত্রী জয়ন্তী রায়, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।