জাকির হোসেন সুমন , ইতালী :
স্পেন আওয়ামী লীগ আয়োজিত কর্মীসম্মেলনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এম,এ,গনি বলেন ,
প্রবাসীদের পাঠানো অর্থ বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসের বহু কষ্টে অর্জিত অর্থ বাংলাদেশে আত্মীয় স্বজনের জন্য পাঠানো হয়। তাদের অনেক আবদার পূরণ করা হয়। তাই আগামী বাংলাদেশের নির্বাচনে আপনারা আপনাদের আত্মীয় পরিচিতদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এর নৌকা মার্কায় ভোট দিতে বলবেন। উন্নয়নের নেত্রী ,বিশ্ব নন্দিত নেত্রী শেখ হাসিনার উন্নয়নের অব্যাহত যাত্রাকে ধরে রাখতে হবে। প্রবাসী আওয়ামী পরিবারদের ঐক্যবদ্ধ হতে হবে। স্পেন আওয়ামী লীগ এর বর্তমান কমিটি সম্মেলন এর কোন প্রকার প্রস্তুতি গ্রহণ করেনি এবং কর্মীদের অনেক অভিযোগ সত্যতা প্রমাণিত হয়। স্পেন আওয়ামী লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় সম্মেলনটি কর্মী সম্মেলনে পরিণত হয়। স্পেন আওয়ামী লীগ সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে উল্লেখ করে কর্মী সম্মেলন সমাপ্ত হয়।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ সাবেক সভাপতি রফিকুল্লাহ ,সুইডেন এর সভাপতি মনজুর হাসান , বেলজিয়াম এর সভাপতি শহিদুল হক , হল্যান্ডের শাহাদাত হোসেন তপন , পর্তুগালের সভাপতি জহিরুল আলম জসিম , গ্রীস এর সভাপতি রাকিব মৃধা ,ডেনমার্ক এর সাধারণ সম্পাদক ড.বিদ্যুৎ বড়ুয়া , পর্তুগাল এর সাধারণ সম্পাদক শওকত ওসমান , গ্রীস এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ মাতবর। এছাড়া বক্তব্য রাখেন পর্তুগালের মহসিন ভূঁইয়া , স্পেনের আখতার হোসেন আতা , এ,এস,আই রবিন , দুলাল সাফা ,রিজভী আলম , জাকির হোসেন সহ আরো অনেকে। স্পেন আওয়ামী লীগ সভাপতি শাকিল খান পান্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন ও আব্দুর রহমান যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রবাসীদের কল্যানেই বাংলাদশের অর্থনৈতিক সমৃদ্ধি – এম,এ,গনি
