নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি কতটা পরাধীন? প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা নিজেই। তিনি বলেন, “এখানে যাঁরা আছেন, বিচারকরা সবাই স্বাধীন, আমি ছাড়া। প্রধান বিচারপতি কতটা পরাধীন?”
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর আপিলে দশম দিনের শুনানির একপর্যায়ে মঙ্গলবার এসব কথা বলেন প্রধান বিচারপতি।
জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আপনি পরাধীন নন, প্রতিদিন কাগজ খুললে আপনার অনেক বক্তব্য পাওয়া যায়।”
পরে প্রধান বিচারপতি বলেন, “আমি তো প্রেস কনফারেন্স করে কথা বলি না। আমি আমার প্রসিডিংসের (প্রক্রিয়া) মধ্যে থেকে কথা বলি।”