প্রধানমন্ত্রী ইতালি যাবেন রোববার

অনলাইন ডেস্ক: আগামী রোববার ইতালি ও ভ্যাটিকান সিটি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে রোমভিত্তিক ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের (ইফাড) বার্ষিক গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি এ কাউন্সিল অনুষ্ঠিত হবে রোমভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের বার্ষিক কাউন্সিল। সেই সভায় যোগ দিতে ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনা এ সফরে যাচ্ছেন।

সফরকালে শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও পরিবেশ খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা হবে। এরপর ভ্যাটিকান সিটি সফরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ভ্যাটিকান রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন।