অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার তার কার্যালয়ে বিজিএমইএর নবনির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট রুবানা হক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় তিনি প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শনিবার বিজিএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত- ফোরাম প্যানেল।
এই প্যানেলের ২৬ জন প্রার্থীর সবাই বিজয়ী হন।
নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য বিজিএমইএর নেতৃত্ব দেবেন।