একাত্তরলাইভডেস্ক: আওয়ামী লীগের কাউন্সিল শেষে রোববার বিকেলে বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার দুপুরে ঢাকা রিপোর্টর্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন সংসদ সদস্য আফসার আহমদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল বিকেলে সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন যে, বিএনপিকে নাকি ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। তার এই কথার মাধ্যমে এটা স্পষ্ট যে, গণতন্ত্র বিপজ্জনক অবস্থায় আছে।তিনি বলেন, বরতমান নির্বাচন কমিশনের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোই অগ্রহণযোগ্য। এই কমিশন সরকারের নীলনকশা বাস্তবায়ন করতেই ব্যস্ত ছিল এবং এখনো আছে। এ নির্বাচন কমিশনের বিচার হওয়া উচিত।এই সরকার অগণতান্ত্রিকভাবে আগামী ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। তাই জাতীয় ঐক্যের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।
‘প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক’
October 24, 2016