প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে দোয়া নিলেন মাশরাফি

একাত্তরলাইভ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নেয়ার আগে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিতে যান মাশরাফি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ তখন উপস্থিত ছিলেন।

এরপর রোববার দুপুর একটার দিকে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে নড়াইল-২ আসনের জন্য মনোনয়নপত্র কেনেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে আওয়ামী লীগ। প্রথম দিনেই এক হাজার ৩২৮ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এক হাজার ৮৭২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। আজ রোববার সকাল থেকে তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ চলছে।