মাহাবুবুর রহমান: কক্সবাজারের অন্যতম প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী ও সংগঠক বদরুল আলম লিটন আর নেই। তিনি মাত্র ৪০ বছর বয়সে ১৩ অক্টোবর রাত ১.৩০ মিনিটে বিজিবি ক্যাম্প এলাকার সিকদার পাড়াস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে সহ অসংথ্য আত্বীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। বদরুল আলম লিটন দীর্ঘ ২০ বছর ধরে কক্সবাজরের অন্যতম প্রধান নাট্য সংগঠন কক্সবাজার থিয়েটার, খেলাঘর, ছাড়া উদীচী তে কাজ করেছেন। এদিকে সর্বদা হাস্যজ্জল মিশুক এলাকার সবা প্রিয় বদরুল আলম লিটনের অকাল মৃত্যুতে পুরু এলাকায় শুকের ছায়া নেমে আসে। একই সাথে কক্সবাজার সাংস্কৃতিক অংগনেই আসে শোকের কালো মেঘ। গতকাল শুক্রবার বাদ জুমা সিকদার পাড়াস্থ মধ্য ঝিলংজা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে প্রতিশ্রুতিশীল সাংস্কৃতিক কর্মী বদরুল আলম লিটনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার নিজ সংগঠন কক্সবাজার থিয়েটারের সাধারন সম্পাদক এড, তাপস রক্ষিত, নাট্য নির্দেশক স্বপন ভট্টাচার্য্য,প্রকৌশলী আবুল মনজুর, নাজমুল করিম জুয়েল, সহ থিয়েটারের সকল সদস্য বৃন্ধ। নেতৃবৃন্ধ মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ঃ থিয়েটার ও খেলাঘর সংগঠক বদরুল আলম লিটনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারন সম্পাদক নজিবুল ইসলাম।
সুজন কক্সবাজার ঃ সমাজ সেবক বদরুল আলম লিটনরে অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলা কমিটির সভাপতি প্রফেসর এমএ বারী সাধারন সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান।
গনমুখ থিয়েটার ঃ নাট্য কর্মী বদরুল আলম লিটনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গনমুখ থিয়েটারের পরিচালক সত্য প্রিয় চৌধুরী দোলন, উপ পরিচালক খোরশেদ আলম, আবু সুফিয়ান রুমি, এড, সাহাদাৎ হোসেন।