বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নাম ঠিকানা গোপন করে প্রেম করার পর ধর্ষণ করে ধর্ষিতা (২৫) কে হত্যার চেষ্টা করেছে জহুরুল ইসলাম (৩৮) নামের এক প্রতারক প্রেমিক। ধর্ষিতার বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেছে।প্রতারক প্রেমিক ৩ সন্তানের জনক জহুরুল ইসলাম উপজেলার চরাঞ্চলের বড়ধুল গ্রামের আষান প্রামানিকের ছেলে।
ধর্ষিতা যুবতী বলেন, প্রতারক জহুরুল আমার প্রতিবেশি বড়ধুল ইউনিয়নের কৃর্তিখোলা গ্রামের কলেজ পরুয়া আশরাফুল ইসলামের নাম বলে দীর্ঘ দিন ধরে মোবাইলে প্রেম করে আসছিলেন। ধর্ষিতা সরল বিশ্বাসে আশরাফুল ইসলাম মনে করে বিয়ে করার উদ্ধেশ্য জহুরুল ইসলামের সাথে গত ২৫ মে বাড়ী থেকে পালিয়ে যায় তারা। সেদিন থেকে রাজশাহী, টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে গুরে ধর্শিতাকে ধর্ষণ করে প্রতারক জহুরুল। কয়েকদিন অতিবাহিত হলেও বিয়ে না করায় ধর্ষিতা কান্নাকাটি করায় গত ৩০ মে বাড়ীর দিকে রওনা দেয়।
বাড়ীতে না নিয়ে বড়ধুল ইউনিয়নের ভাংগুয়ার চরে এনে গলায় ওরণা পেচিয়ে হত্যার চেষ্টা করে। ধর্শিতার চিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসলে প্রতারক জহুরুল ধর্ষিতাকে কিলগুষি মেরে পালিয়ে যায়। স্থানিয়রা উদ্ধার করে বেলকুচি হাসপাতালে চিকিৎসা নেয়। বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের উদ্দিন বলেন, মেয়ে ও মেয়ের বাবার কথা মত মনে হচ্ছে তারা প্রতারণার স্বীকার হয়েছেন। অপরাধ যেই করুক না কেন তার সাজা হোক আমরা চাই।
বড়ধুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম বলেন, ঘটনাটা দুঃখ জনক, তবে যে অপরাধ করেনাই তার যেন সাজা না হয়।
এ ব্যাপারে বেলকুচি থানা উপ-প্ররিদর্শক মাহিদুল হাসান বলেন, এ সংক্রান্ত থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে কে প্রকৃত অপরাধী।